Description
আঁধারে ভয় পেওনা আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। উনবিংশ শতাব্দীতে ভারত উপমহাদেশের রাজনৈতিক সংকটের প্রাক্কালে মদিনার অনুকরণে বিশুদ্ধ চিন্তা-চেতনা ও বৈপ্লবিক ইলমে নববীর আদর্শ বিকাশের প্রত্যয়ে গঠিত হয়, দারুল উলুম দেওবন্দ নামক ইলমের মারকায। যার বিশাল অবদান পৃথিবীর সকল প্রান্তে আজ স্বীকৃত। তারই ধারাবাহিকতায় ঢাকার বুকে প্রতিষ্ঠিত হয় মেয়েদের দ্বীনি শিক্ষার জন্য একটি ইলমের মারকায।
এই মারকাযের সফলতা, জাতীয় ও আন্তর্জাতিক এবং বোর্ডে সর্বময় সেরাদের আসনে সমাদীত। দেখতে দেখতে আন নূর পদার্পণ করছে সফলতার ৬ষ্ঠ বছর। প্রতি বছরের ন্যায় এ বছর ও হিফজুল কুরআন সমাপন করে মহান রবের কালাম বক্ষে ধারণ করে কুরআনের হাফেজা হয়ে ফিরে যাচ্ছে আপন নীড়ে। ফারেগীণ ছাএীদের হিফজুল কুরআন এ্যাওয়ার্ড উপলক্ষে ১১ ই এপ্রিল আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও নাশিদ সন্ধা ইনশাআল্লাহ।
ফারেগীণ ছাএীদের বোরকা, বাবাদের জন্য জুব্বা ও নূরের কাফেলা সৃতি স্মারক ডায়েরি, হল ভাড়া,সম্মাননা অতিথী স্মারক সহ,, সম্ভাব্য ব্যায়,,,,
(১)বোরকা 35 টি – ৯০ হাজার
(২)জুব্বা ১৫ টি -৩০ হাজার
(৩) স্মৃতি স্মারক ডায়েরি – ১ লক্ষ ৮০ হাজার
(৪) ক্রেস্ট 4০ টি- ৩০ হাজার
(৫) হলরুম ও ডেকোরেটর ভাড়া- ৭০ হাজার
(৬) স্কলার ও গীতিকারদের সম্মাননা- ১ লক্ষ
(৭) খাবার খরচ- ১ লক্ষ
অতএব : সকল সম্মানিত অভিভাবক হিতাকাঙ্ক্ষী – শুভাকাঙ্ক্ষী যারা আন্-নূরকে ভালোবাসেন সকলের কাছে দোয়া চাই, কুরআনিক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান সফলভাবে যেন সম্পূর্ণ হয়, এবং তা দ্বীনের দাওয়াত হিসাবে রবের দরবারে কবুল হয়,সার্বিক কাজের জন্য আল্লাহর রহমত, নুসরত, এবং আপনাদের দোয়া ও সহোযোগিতা কামনা করছি।
বিঃদ্রঃ- এতিম ফান্ডে আপনাদের যাকাত, সদকাহ,অন্যান্য দান প্রদান করে উক্ত ফান্ড পরিচালনা করার সার্বিক সহযোগিতা কামনা করছি।
অনুদান পাঠানোর জন্য ইসলামি ব্যাংক বাংলাদেশ বনশ্রী শাখা একাউন্ট নম্বর:20504160200912516, নগদ: 01611425781, বিকাশ: 01941806384