Description
মেয়ে দের রূপচর্চা। ব্যস্ত এই সময়ে নিজের যত্ন কতটুকুই বা নেয়া যায়। গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায় সেই সাতসকালেই। আর কর্মজীবী নারীদের তো সারাদিন কাজ করে বাসায় ফিরেও শেষ নেই কাজ; সংসার দেখাশোনার সঙ্গে সঙ্গে পরের দিনের কাজের প্রস্তুতি নিতে নিতেই ঘুমের সময় হয়ে যায়। শিক্ষার্থীরা আরও ব্যস্ত, সারা দিনে নিজের দিকে একটু তাকানোর সুযোগটা কোথায়! প্রতিদিনের নিয়মিত পরিচর্যার কোটা তাই খালিই পড়ে থাকে। ফলাফল ত্বক-চুলের নানাবিধ সমস্যা, মুটিয়ে যাওয়া, দ্রুত বুড়িয়ে যাওয়া, আরও কত কিছু। এই যখন অবস্থা, তখন এর আদর্শ সমাধান হতে পারে রুপ কল্পনা বিউটি পার্লার ,স্কুল কলেজ রোড বাঘারপাড়া। ঈদ উপলক্ষে র্রূপচর্চার কাজটুকু সেরে ফেলা। ড্যামেজ চুল বা আগা ফাটা রিমুভ করতে চান তাহলে যোগাযোগ করুন। যারা রিবন্ডিং করতে চান। তাহলে আমাদের পার্লারে যোগাযোগ করুন।পরপর রিবন্ডিং এর কাজ চলছে।