Description

কোন এক কোম্পানির এক লাইট ডিলার থেকে দোকানদারের(আমার) কাছে বিক্রি করে ৫৭০ টাকা কিন্তু তাদের ওয়েবসাইটে তারা বিক্রি করে ৫৩০ টাকা।
এখন সেই লাইট বিক্রি করে আমার কয়েকজন বিশ্বস্ত পুরাতন কাস্টমার নষ্ট হয়ে গেছে।
কস্টোমার বলছে অনলাইনে ৫৩০ হলে আপনারা আরো কমে কিনেন।
আপনি আমাদের সাথে এত বেশী দাম রেখে প্রতারণা করছেন(তাদের কথারও যুক্তি আছে)।
যেখানে আমি ৫০ টাকা লাভে ৬২০ টাকায় বিক্রি করেছি(আমার অন্যায় টা কোথায় তা বলেন)।
এখন কোম্পানী এমন কাজ করায় আমি ব্যবসায়ীক ভাবে চরম ক্ষতিগ্রস্থ। এবং আমি চাচ্ছি এই বিষয়টা নিয়ে ভোক্তাঅধিকারে মামলা করতে।
কেউ এই বিষয়ে আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করলে খুশি হবো।