যেটা প্রচারের প্রয়োজন আছে সেটা অবশ্যই প্রচার করতে হবে, নয়তো ঠকে যাবেন। যদি মনে করেন জনগনকে জানালে ভাল হবে তবে অবশ্যই প্রচার করুন। অনেকে প্রচারের খরচ পোষাতে পারেনা বিধায় প্রচার করে না। তাই প্রিয়যোন আছে আপনার পাশে। সারা বছর জুড়ে প্রচার করবে অথচ মূল্য রাখবে ৩৬৫ টাকা মাত্র। সুতরাং এই সুযোগটা গ্রহন করুন। অনেকের বাসা খালি পরে আছে ভাড়াটিয়া পাচ্ছে না, বাসার সামনে একটা ছোট বোর্ড লাগিয়ে বসে আছে, এটা যথেষ্ট নয়। অনেকের ঘরে উপযুক্ত পাত্র-পাত্রী রয়েছে ভাল কোন সম্মন্ধ পাচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে তাদের অবশ্যই প্রিয়যোনকে ব্যাবহার করা উচিৎ। অনেকে কাজ জানে কিন্তু কাজ পাচ্ছে না তারাও প্রিয়যোনকে কাজে লাগিয়ে ঘুরিয়ে নিতে পারেন সংসারের ঝামেলা। বর্তমানে অনলাইনের যুগ এটাকে ব্যাবহার করে প্রচার আরো বাড়াতে হবে। তাই প্রিয়যোনকে ব্যাবহার করুন, রিল্যাক্স থাকুন।