প্রিয়যোন
ডট কমে কেন বিজ্ঞাপন দিবেন
.  

অধিক প্রচারঃ প্রচারের জন্য লিফলেট, পোস্টার এবং পত্রিকার ব্যাবহার এগুলো বেশী দূর পর্যন্ত পৌছায় না যতটুকু অনলাইনে যত দূর পৌছানো যায়। কাগুজে প্রচার লংলাস্টিংও হয় না। লিফলেট গ্রাহকরা তা গ্রহন করে হাটতে হাটতে পড়তে পড়তে যায়, পড়া শেষ না হতেই ফেলে দেয়। মাঝে মাঝে দেখা যায় যেখানে দাড়িয়ে বিতরন করা হচ্ছে সেখানের মাটিতেই শত শত বিছিয়ে আছে আর পদদলিত হচ্ছে জনগনের পায়ে। এতে পরিবেশ দূষন হয়। সুতরাং বর্তমান অনলাইনের যুগে এসে লিফলেটের মাধ্যমে প্রচারের চেষ্টা সুবিধাজনক নয়। পোস্টারের মাধ্যমে প্রচারের জন্য অন্যের দেয়াল নষ্ট করতে হয়, আর এ জন্য অনেক দেয়ালে লিখা থাকে “পোস্টার লাগাবেন না”, তাছাড়া রোদ বৃষ্টিতে পোস্টার নষ্ট হয়ে যায়। মাইকের ব্যাবহার বর্তমানে শব্দ দূষন হিসাবেই ধরা হয়। যা অপরাধ হিসাবে চিন্থিত। তাই অনলাইনে প্রচার করুন পরিবেশ সুন্দর রাখুন।

মূল্য অনেক অনেক অনেক কমঃ প্রিয়যোন ডট কম বাদে যতো প্রচার মাধ্যম রয়েছে সেগুলোর খরচ সম্পর্কে যদি আপনার ধারনা থাকে তাহলে আপনি নিজেই তুলনা করে দেখতে পারবেন প্রিয়যোন ডট কমের সাথে। এতে আপনি আশ্চর্য হয়ে আপনার চোখ কপালে উঠবে। কারন ১টা লিফলেট গ্রাহকের কাছে পৌছানো পযর্ন্ত কমপক্ষে প্রায় ১০ টাকা খরচ হয় আর প্রিয়যোন ডট কম মাত্র ১ টাকায় শত শত ডিজিটাল লিফলেট পৌছে দিচ্ছে তাও আবার কাছে দূরে সবখানে। কিভাবে সম্ভব? আমরা আপনার বিজ্ঞাপনটা বহু আই ডি থেকে শেয়ার করে দিই শত শত আই ডিতে, সুতরাং প্রচারের এই সুযোগটা হাত ছাড়া করবেন না।

ঝামেলা বিহীনঃ অন্যান্য প্রচার মাধ্যম ব্যাবহার করার জন্য আপনাকে যেতে হয় কম্পোজ করতে, যেতে হয় প্রেসে, যেতে হয় লোকজন খুজতে যারা বিতরন বা পেস্টিং করবে। আর জনপ্রিয় ওয়েব সাইট প্রিয়যোন ডট কমে প্রচারের জন্য কোথাও যেতে হবে না আপনার মোবাইল ফোনে এপস ডাউনলোড করে পোস্ট করতে পারবেন আপনার বিজ্ঞাপন।   

পুরুস্কার পাওয়ার সম্ভাবনঃ আমরা আপনার জন্য রাখি একটা লটারী নম্বর যা ভাল মাপের একটা পুরুস্কার পাওয়ার সম্ভাবনা বহন করে থাকে। আর এই লটারী নম্বরটা হচ্ছে আপনার ফোন নম্বর। প্রতিটা বিজ্ঞাপন থেকে আমরা ফোন নম্বর সংগ্রহ করে লটারীর জন্য ব্যাবহার করি।

সুতরাং প্রিয়যোন ডট কম ব্যাবহার করুন
নিশ্চিত থাকুন রিলাক্স করুন।